কুবিতে শিক্ষার্থীদের জন্য টেলি-স্বাস্থ্যসেবা চালু

কুবিতে শিক্ষার্থীদের জন্য টেলি-স্বাস্থ্যসেবা চালু

ছবিঃ সংগ্রহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টেলি স্বাস্থ্য সেবা চালু করেছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডাক্তারদের সাথে দিন রাত যেকোন সময় সরাসরি মোবাইল ফোনে যোগাযোগ করে সেবা নিতে পারবে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সাথে সমন্বয় করে এ টেলি স্বাস্থ্যসেবা চালু করেছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার বলেন,‘আমরা মেডিকেল সেন্টারের ডাক্তারদের সাথে বিষয়টি নিয়ে কথা বললে তারা সম্মতি দেন। আমরা তাদের সব বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত।’

এ বিষয়ে সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাসান বলেন,‘আমরা ২৪ ঘন্টা শিক্ষার্থীদের সেবা দিতে প্রস্তুত। স্বাস্থ্যসেবা নিতে আমাদের মোবাইল নাম্বারে শিক্ষার্থীরা কল করলেই হবে। আমাদের মেডিকেল টিম বাসায় বসেই তাদের নির্দেশনা এবং পরামর্শ দিতে পারবেন।’

সেবা নিতেঃ
ডাঃ মাহমুদুল হাসান খান (সিনিয়র মেডিকেল অফিসার)- ০১৭১১০৩৩৬৭৪
ডাঃ এ. কে. এম. হেলাল মোর্শেদ (সিনিয়র মেডিকেল অফিসার)- ০১৭১৬৬১৪৫৪৮
ডাঃ মোঃ বেলায়েত হোসেন (মেডিকেল অফিসার)- ০১৭১১৪৪৭৬৫৪
ডাঃ শাহিদা আক্তার শিমু (মেডিকেল অফিসার)- ০১৭২৮৯৮৯৩০০
মোঃ আলী হাসান নেওয়াজ (প্রশাসনিক কর্মকর্তা, মেডিকেল)- ০১৮১৯৫২৪৪৬৪