বন্দুকধারীর গুলিতে রুশ সাবমেরিন কমান্ডার নিহত

বন্দুকধারীর গুলিতে রুশ সাবমেরিন কমান্ডার নিহত

ছবিঃ সংগৃহীত।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদারে সামরিক অভিযানের দায়িত্বে থাকা একজন রুশ সাবমেরিন কমান্ডারকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। সকালে মর্নিং ওয়াকে বের হলে সে সময় তাকে গুলি করা হয়।

আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রাশিয়ার সরকারি বার্তাসংস্থা তাস।

তাসের বরাতে আল জাজিরা জানায়, স্থানীয় সময় সোমবার সকালে হাঁটতে বের হন ৪২ বছর বয়সী রুশ সাবমেরিন কমান্ডার স্ট্যানিস্লাভ রিজিটস্কি। এর কোনো এক সময় অজ্ঞাত বন্দুকধারী ব্যক্তি তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, সকালে হাঁটার সময় রিজিটস্কিকে একটি স্পোর্টস কমপ্লেক্সের কাছে চারবার গুলি করা হয়েছিল। এ ঘটনায় একটি ফৌজদারি মামলা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

স্ট্যানিস্লাভ রিজিটস্কি ২০২২ সালের জুলাইয়ে ইউক্রেনের ভিনিতসিয়া শহরে একটি সাবমেরিন-চালিত ক্ষেপণাস্ত্র হামলার সাথে জড়িত ছিলেন, যে হামলায় তিন শিশুসহ ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়।

নিহত কর্মকর্তা রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট সাবমেরিনের কমান্ডার হিসেবেও দায়িত্বে ছিলেন। ওই জাহাজটি ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছিল।