অ্যাডভান্স নেওয়ার ব্যাপারে মাসয়ালা

অ্যাডভান্স নেওয়ার ব্যাপারে মাসয়ালা

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত।

১। অ্যাডভান্স নেওয়া কি জায়েজ?

প্রশ্ন: প্রচলিত নিয়মে যেভাবে ঘর ভাড়া বা দোকান ভাড়া দিয়ে অ্যাডভান্স নেওয়া হয়, তা কি জায়েজ?

-মারিয়া জিলানী, কুমিল্লা

উত্তর: ঘর বা দোকান ভাড়া নির্ধারণ করে ঘর বা দোকানের মালিক ও ভাড়াটিয়া উভয়ের সম্মতিতে অগ্রিম ভাড়া হিসেবে কিছু টাকা নেওয়া হলে তা জায়েজ হবে। ওই অগ্রিম ভাড়ার টাকা উভয়ের সম্মতিতে মাসিক ভাড়া থেকে কর্তন হতে থাকবে। (হিন্দিয়া : ৫/৪৩৫, ৪/৪১৩, বুহুছ ফি কদ্বায়া ফিকহিয়্যাহ : ১/১১৫, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১৩/৩৯৮, ফাতাওয়ায়ে হক্কানিয়্যাহ : ৬/৩৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/৩৫৪)।