আজম খান পেশায় ব্যাংকার হয়েও সফল অভিনেতা

আজম খান পেশায় ব্যাংকার হয়েও সফল অভিনেতা

ফাইল ছবি।

অভিনেতা আজম খান পেশায় ব্যাংকার। কিন্তু শখের বশে অভিনয় জগতে পা রাখেন। ২০১৫ সালে ‘দ্য হিরো’ নাটকের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। তারপর থেকে বিজ্ঞাপন, চলচ্চিত্র, ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলতি মাসে অভিনয় ক্যারিয়ারের আট বছর পার করেছেন তিনি।

নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক এবং সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজম খান। কখনো বাবা, বন্ধু, অফিসের বস, শিল্পপতি, ব্যবসায়ী, পুলিশ কর্মকর্তা, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মকর্তা, কখনো গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে তাকে দেখা গিয়েছে। তবে সব চরিত্র ছাপিয়ে তিনি বাবার চরিত্রেই বেশি প্রশংসনীয়।
নির্মাতা ও কলাকুশলীদের ধন্যবাদ জানিয়ে আজম খান বলেন, আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা সকল প্রযোজক, পরিচালক, কাহিনীকার, ডিওপি, সহশিল্পী এবং ক্যামেরার পিছনের সকল কলাকুশলীদের। যাদের কারণে এই ৮ বছরের যাত্রাটা ছিল অনেক সুন্দর আর অনেক বর্ণিল।