সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

সংগৃহীত

সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলায় কর্মরত ডাক্তার ও নার্সরা।

রোববার (১৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ ২৫০সয্যা জেনারেল হাসপাতাল চত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ওজিএবি ও বাংলাদেশের সকল সোসাইটির চিকিৎসকবৃন্দ।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সদর হাসপাতালের নার্স ও চিকিৎসকরা ব্যানার, ফেস্টুন নিয়ে অবস্থান নেন।

মানববন্ধনে ডা. মিলি, ডা. মুন্না ও ডা. শাহজাদীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। চিকিৎসা দিতে গিয়ে রোগীর মৃত্যু হলে চিকিৎসকদের দায়ী করা হয়। কিন্তু কেন কি কারণে মৃত্যু হলো সেটা নিয়ে কেউ কথা বলে না। মানববন্ধনে চিকিৎসকদের জীবনের নিরাপত্তার বিষয়ে জোর দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও তারা জানান।