ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির নাম পরিবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির নাম পরিবর্তন

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সকল ডিগ্রির নাম পরিবর্তন করে ‘এপ্লাইড স্ট্যাটিস্টিক্স এন্ড ডাটা সায়েন্স’ নামকরণ করা হয়েছে, যা আগে শুধুমাত্র এপ্লাইড স্ট্যাটিস্টিক্স নামে পরিচিত ছিল।

এ পরিবর্তন ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে এবং বি.এস. অনার্স, এম.এস, এম.ফিল ও পি.এইচ.ডি. ডিগ্রিতে এ নতুন নামকরণ সংযোজন করা হবে।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত রবিবার এ নামকরণ অনুমোদন করেন, এর আগে একাডেমিক কাউন্সিল গত বৃহস্পতিবার সিন্ডিকেটে তা সুপারিশ করে।

এ ব্যাপারে পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক ও সাবেক পরিচালক ড. এম. শফিকুর রহমান বলেন, এটা যুগের সাথে তাল মিলিয়ে অনেক আগেই প্রয়োজন ছিল, আমাদের অধিকাংশ কোর্স এপ্লাইড সেক্টরের পাশাপাশি ডাটা সায়েন্স সেক্টরটা কাভার করে। সিলেবাস নতুন করেও পরিমার্জন করা হয়েছে বলে জানান তিনি।