জিম আফ্রো টি-টেন লিগ: তাসকিন-মুশফিকদের খেলা সম্প্রচার করবে নাগরিক টিভি

জিম আফ্রো টি-টেন লিগ: তাসকিন-মুশফিকদের খেলা সম্প্রচার করবে নাগরিক টিভি

ফাইল ছবি।

আগামীকাল (২০ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ের (জিম আফ্রো টি-টেনের) উদ্বোধনী আসর। এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকায় লিগটিতে খেলবেন টাইগার দুই ক্রিকেটার মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদ।

জিম-আফ্রো টি-টেন লিগে জোবার্গ বাফেলোস হয়ে খেলবেন মুশফিক। টাইগার পেসার তাসকিন আহমেদ খেলবেন বুলাওয়েও ব্রেভসে খেলবেন। আগামীকাল উদ্বোধনী দিনেই ইরফান পাঠানের হারারে হারিকেন্সের মুখোমুখি হবে তাসকিনের বুলাওয়ে ব্রেভস। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

তাসকিনদের দ্বিতীয় ম্যাচে দেখা হচ্ছে মুশফিকের সঙ্গে। ম্যাচটি হবে আগামী ২১ জুলাই। এরপর ২৯ জুলাই হবে টুর্নামেন্টটির ফাইনাল। সবগুলো ম্যাচই জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হবে।

জিম-আফ্রোতে অংশ নেওয়া ৫টি ফ্র্যাঞ্চাইজি হলো ডারবান কালান্দার্স, হারারে হ্যারিকেন্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস ও জোবার্গ লায়নস। আসরের দ্বিতীয় দিন থেকে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। যার প্রথমটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়, দ্বিতীয়টি বিকেল ৫টায় ও শেষটি হবে সন্ধ্যা ৭টায়।

জিম আফ্রো টি-টেন লিগের উদ্বোধনী ম্যাচসহ পুরো টুর্নামেন্ট বাংলাদেশের বেসরকারী টিভি প্রতিষ্ঠান নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে।

জিম আফ্রো টি-টেন লিগের সূচি

২০ জুলাই- হারারে বনাম বুলাওয়ে, রাত সাড়ে ১০টা

২১ জুলাই- কেপটাউন বনাম ডারবান, সন্ধ্যা সাড়ে ৬টা

২১ জুলাই- জোবার্গ বনাম বুলাওয়ে, রাত সাড়ে ৮টা

২১ জুলাই- হারারে বনাম কেপটাউন, রাত সাড়ে ১০টা

২২ জুলাই- ডারবান বনাম জোবার্গ, সন্ধ্যা সাড়ে ৬টা

২২ জুলাই- কেপটাউন বনাম বুলাওয়ে, রাত সাড়ে ৮টা

২২ জুলাই- জোবার্গ বনাম হারারে, রাত সাড়ে ১০টা

২৩ জুলাই- জোবার্গ বনাম কেপটাউন, রাত সাড়ে ৮টা

২৩ জুলাই- হারারে বনাম ডারবান, রাত সাড়ে ১০টা

২৪ জুলাই- বুলাওয়ে বনাম কেপটাউন, রাত সাড়ে ৮টা

২৪ জুলাই- জোবার্গ বনাম ডারবান, রাত সাড়ে ১০টা

২৫ জুলাই- কেপটাউন বনাম হারারে, সন্ধ্যা সাড়ে ৬টা

২৫ জুলাই- বুলাওয়ে বনাম ডারবান, রাত সাড়ে ৮টা

২৫ জুলাই- হারারে বনাম জোবার্গ, রাত সাড়ে ১০টা

২৬ জুলাই- বুলাওয়ে বনাম হারারে, সন্ধ্যা সাড়ে ৬টা

২৬ জুলাই- ডারবান বনাম কেপটাউন, রাত সাড়ে ৮টা

২৬ জুলাই- বুলাওয়ে বনাম জোবার্গ, রাত সাড়ে ১০টা

২৭ জুলাই- ডারবান বনাম হারিকেন, রাত সাড়ে ৮টা

২৭ জুলাই- কেপটাউন বনাম জোবার্গ, রাত সাড়ে ১০টা 

২৮ জুলাই- প্রথম কোয়ালিফায়ার, সন্ধ্যা সাড়ে ৬টা

২৮ জুলাই- এলিমিনেটর, রাত সাড়ে ৮টা

২৮ জুলাই- দ্বিতীয় কোয়ালিফায়ার, রাত সাড়ে ১০টা

২৯ জুলাই- ফাইনাল, সন্ধ্যা সাড়ে ৬টা