১৩ দফা দাবিতে ঈশ্বরদীতে খামার শ্রমিকদের অবস্থান কর্মসূচি-বিক্ষোভ সমাবেশ

১৩ দফা দাবিতে ঈশ্বরদীতে খামার শ্রমিকদের অবস্থান কর্মসূচি-বিক্ষোভ সমাবেশ

১৩ দফা দাবিতে ঈশ্বরদীতে খামার শ্রমিকদের অবস্থান কর্মসূচি-বিক্ষোভ সমাবেশ

দৈনিক মজুরি বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে পাবনার ঈশ্বরদীতে খামার শ্রমিক সমিতি, আঞ্চলিক কৃষি গবেষণা  কেন্দ্রের শ্রমিক ও বিনার শ্রমিকরা সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

শনিবার(২২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজ বন্ধ করে তারা রাজপথে নেমে বিক্ষোভ মিছিল ও দাবি আদায়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন।

অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, দৈনিক মজুরি এক হাজার টাকা বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে আ লিক কৃষি গবেষণা কেন্দ্রে পৃথক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিসহ ৪ দিনের কঠোর কর্মসূচি  ঘোষণা করেছে বাংলাদেশ ইক্ষু গবেষণা  ইনস্টিটিউট (বিএসআরআই) খামার সমিতি ও বিনা শ্রমিকরা।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের খামার শ্রমিক সমিতির আহ্বায়ক বাকী বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক মীর উজ্জল, সাবেক সভাপতি আলেপ বিশ্বাস, সহ-সভাপতি ইকরাম হোসেন, সাধারণ সম্পাদক মাহির উদ্দিন, বুরহান উদ্দিন, শফিকুল ইসলাম, সামছুল আলম, জাহিঙ্গীর হোসেন, আজম আলী, মোহাম্মদ বাবলু,  মোহাম্মদ আলী প্রমুখ।