হায় বিবেক ! তুমি কখন জাগবে,

হায় বিবেক ! তুমি কখন জাগবে,

ফাইল ছবি

১৬. আমরা কবে বিশ্বাসকে নিজ চিন্তা ও কাজের মাঝে খুঁজতে শিখব- যেখানে বুকের ও মুখের ভাষাকে পৃথক করা যাবে না?

১৭. আমরা কবে নবীজির সে দান পদ্ধতিকে অনুসরণ করতে শিখবো, যেখানে দাতা ও গ্রহিতার আনন্দকে আলাদা করা যাবে না?

১৮. আমরা কবে শুধুই হাদিয়া (উপহার) গ্রহণকারী হবো না বরং নিজের সামর্থানুযায়ী হাদিয়া দিতেও শিখবো?

১৯. আমরা কবে পরিবারগুলোকে স্বপ্ন চাষের খামার বানাতে আর বাবা-মা-অভিভাবক হিসেবে হবো সচেতন খামারী?

২০. আমরা কবে দেশকে এমন এক পরিপুষ্ট প্রজন্ম উপহার দিতে পারব, যেখানে সচ্ছল ও ব্যস্ত মা-বাবা তাদের সন্তানদের প্রয়োজনীয় সঙ্গ দিয়ে মানসিকভাবে পুষ্ট করতে আর সীমিত আয়ের মানুষেরা সন্তানদের ন্যূনতম চাহিদাপূরণ করে দৈহিকভাবে পুষ্ট করতে সক্ষম হবেন?  

পর্ব-০৪ (চলবে)

ড. মীর মনজুর মাহমুদ