যশোরে করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

যশোরে করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

যশোর প্রতিনিধি

করোনার উপসর্গ জ্বর ,সর্দি,কাশি ও শ্বাস কষ্ট নিয়ে যশোর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া ২ জন রোগী কয়েক ঘন্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

হাসপাতালের আরএমও আরিফ আহমেদ জানান,ঝিকরগাছা উপজেলার বর্ণি গ্রামের ২৪ বছর বয়সের ৩ মাসের অন্তঃসত্তা শাকিলা জ্বর, সর্দি ও কাশি নিয়ে গতকাল বৃহস্পতিবার রাত ৯.৪০ মিনিটে যশোর সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়।  শুক্রবার রাত ১২.৩০ মিনিটে তিনি মারা যান। অপরদিকে চৌগাছা উপজেলার জামিরা গ্রামের ৬০ বছর বয়সী সিরাজুল ইসলাম দীর্ঘদিন এ্যাজমা রোগে ভুগে  শুক্রবার রাত দেড়টায় সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন এবং ভোর চারটার দিকে তিনি মারা যান। পুলিশ ঝিকরগাছার বর্ণি গ্রাম ও চৌগাছার জামিরা গ্রাম লকডাউন ঘোষনা করেছে।