ড্র দিয়ে চ্যাম্পিয়নস কাপ শুরু নাসরের

ড্র দিয়ে চ্যাম্পিয়নস কাপ শুরু নাসরের

সংগৃহীত

নিয়মিত অধিনায়ক ও তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই একাদশ সাজিয়েছিল আল নাসর। তবে কৌশল খুব একটা কাজে আসেনি। দ্বিতীয়ার্ধে তাকে নামাতেই হয়। কিন্তু কাজের কাজ হয়নি। গোল পাননি সৌদির মহাতারকাও।

তাই গোল শূন্য ড্র দিয়ে শেষ হয়েছে ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ শুরু করেছে নাসর।

আজ রাতে আল শাবাবের মুখোমুখি হয় আল নাসর। উভয় দলই পেয়েছিল একাধিক সুযোগ। তবে কেউই কাজে লাগাতে পারেনি।

ম্যাচের শুরুতেই হলুদ কার্ড দেখেন শাবাবের স্ট্রাইকার আল জাওয়াই। ৪৩ মিনিট নাসর মিডফিল্ডার আল হাসানও দেখেন কার্ড।

কার্ড দেখাদেখির প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে মাঠে নামেন রোনালদো। কিন্তু কোনো গোলের দেখা পাননি তিনি।

পুরো বলের নিয়ন্ত্রণ প্রায় সমানে সমান ছিলই বলা যায়। শাবাবের পায়ে ৫২% সময় বল ছিল, যা আল নাসরের পায়ে ছিল ৪৮%। নাসর লক্ষ্য বরাবর শট নিয়েছে ৩ বার, শাবাব সেটা পেরেছে ৪ বার। কিন্তু কেউই পায়নি গোলের দেখা।