প্রাচ্যসংঘের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাচ্যসংঘের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সংগৃহীত

শুক্রবার ওবায়দুল বারী হলে দিনব্যাপী প্রাচ্যসংঘের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ জন সদস্যকে অব্যাহতি দেওয়া হয়; যারা দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রমের সাথে যুক্ত নন।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি খবির উদ্দিন সুইট। কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিদুর রহমান, কোষাধ্যক্ষ এসএএম মাসুদ, সাহিত্যসংঘের পরিচালক সেলিম রেজা সেলিম, সুরসংঘের পরিচালক সৈয়দ ফাহিম রাফিদ, বিজ্ঞানসংঘের পরিচালক আকিব শাওন এবং  ফিল্মসংঘের পরিচালক মনোয়ার হোসেন মুন। অনুষ্ঠান উপস্থাপন করেন কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান বাবলু।

রিপোর্টগুলোর ওপর আলোচনায় অংশ নেন প্রাচ্যসংঘের সুপ্রিম কাউন্সিল সদস্য কাসেদুজ্জামান সেলিম, সদস্য প্রফেসর কার্তিক চন্দ্র, আহসান কবীর, চঞ্চল শাহরিয়ার, নূর ইসলাম, আমিনুর রহমান পিন্টু, শহিদ জয়, আকরামুজ্জামান, মো. ইবাদত আলী খান, মো. শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় উত্থাপিত রিপোর্টসমূহ সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

পরে নীতিনির্ধারণী বক্তব্য দেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা ও সুপ্রিম কাউন্সিল সদস্য বেনজীন খান। তিনি সংগঠনে যুক্ত নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।

এর আগে দুপুরে প্রাচ্য চত্বরে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনসটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, লাইব্রেরি সম্পাদক নিয়াজ মোহাম্মদ, চাঁদের হাট সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলসহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা।