দিল্লিতে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ

দিল্লিতে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ

প্রতিকী ছবি

ভারতের দিল্লিতে রেকর্ড করল ডেঙ্গু সংক্রমণ। মশাবাহিত এই ভাইরাস জ্বরে মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে এই ভাইরাসের সংক্রমণ বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে দিল্লিতে।

বন্যার কারণে কয়েক সপ্তাহ আগেই ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে দিল্লিবাসীর। তার রেশ কাটতে না কাটতেই নতুন বিপদ সেখানে।

গত রবিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানান, স্কুলে স্কুলে সচেতনতা ক্যাম্পেইন চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। নাগরিকরাও যাতে সতর্ক হন, সে ব্যাপারে প্রচার চালাতে হবে। 

দিল্লির মতো পশ্চিমবঙ্গেও খারাপ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। ভারতের এ রাজ্যে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা।  

সূত্র: হিন্দুস্তান টাইমস