আজ বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের আট বছর

আজ বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের আট বছর

সংগৃহীত

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের আট বছর পূর্তি আজ। নানা আয়োজনে উদযাপন হচ্ছে দিনটি। ২০১৫ সালের এই দিনটি সাবেক ছিটমহলবাসীদের জন্য মুক্তির মাহেন্দ্রক্ষণ। 

সেদিন ১১১টি ছিটমহল বাংলাদেশে এবং ৫১টি ছিটমহল একীভূত হয় ভারতের সাথে। এর ফলে মুজিব-ইন্দিরা ছিটমহল বিনিময় চুক্তির সফল সমাপ্তি ঘটায় শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির সরকার। এরপর থেকেই  দেশের বৃহত্তম ছিটমহল দাসিয়ারছড়ায় শুরু হয় উন্নয়ন কার্যক্রম। আট বছরে ৫৭ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করে দুই হাজারেরও বেশি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। পাকা করা হয়েছে ২৬ কিলোমিটার সড়ক ও পাঁচটি ব্রিজ-কালভার্ট।

তিনটি সরকারি প্রাইমারি স্কুলের অবকাঠামো নির্মাণ হয়েছে। এমপিওভুক্ত হয়েছে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান। ৩টি কমিউনিটি ক্লিনিক, মসজিদ, মন্দিরসহ তৈরি করা হয়েছে রিসোর্স সেন্টার। তিন হাজার ভিজিডিসহ শতভাগ বাড়িতে নিশ্চিত করা হয়েছে সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা। শতভাগ সেচের আওতায় নেয়া হয়েছে কৃষি জমি।