মস্কোর ওপর আবারও ড্রোন হামলা, প্রতিহতের দাবি রাশিয়ার

মস্কোর ওপর আবারও ড্রোন হামলা, প্রতিহতের দাবি রাশিয়ার

ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর ওপর আবারও ড্রোন হামলা হয়েছে। তবে রুশ বাহিনী দাবি করেছে যে তারা আক্রমণ করতে আসা ড্রোনগুলোকে ভূপাতিত করেছে। রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, ‘একটি ভূপাতিত ড্রোন ওই একই অফিস টাওয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে যা সপ্তাহান্তে আক্রমণের শিকার হয়েছিল।’

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বলেছে, ‘রুশ বাহিনীর বিমান বিধ্বংসী ইউনিট ইউক্রেন সরকারের একটি উগ্রবাদী হামলা ব্যর্থ করেছে। তারা শহরের কেন্দ্রের পশ্চিম উপকণ্ঠে দু’টি ড্রোন ভূপাতিত করেছে।’

রাশিয়ান কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ‘তবে আরেকটি ড্রোন রেডিও-ইলেক্ট্রনিক যন্ত্রপাতি দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মস্কো শহরের অনাবাসিক বাণিজ্যিক এলাকায় বিধ্বস্ত হয়।’