সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

সংগৃহীত

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল সোয়া ১১টার কিছু আগে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে যান রাষ্ট্রদূত।

কী ইস্যুতে তিনি পিটার হাস সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন সে সম্পর্কে কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে আগামী সংসদ নির্বাচন ইস্যুতে কথা হতে পারে।

গত ৮ জুন সিইসির সঙ্গে দেখা করেছিলেন পিটার হাস। ওই বৈঠক শেষে বাংলাদেশে আগামী নির্বাচন ইস্যুতে তার দেশের অবস্থান জানিয়েছিলেন পিটার হাস। যুক্তরাষ্ট্র আগামীতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে সেদিন সাংবাদিকদের জানিয়েছিলেন পিটার হাস।