এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দিচ্ছে ডাচ্‌-বাংলা ব্যাংক

এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দিচ্ছে ডাচ্‌-বাংলা ব্যাংক

ছবিঃ সংগৃহীত।

বেসরকারি ডাচ্‌-বাংলা ব্যাংক ২০২৩ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা
এসএসসি বা সমমানের পরীক্ষায় সব বিভাগের শিক্ষার্থীদের চতুর্থ বিষয় বাদে ন্যূনতম জিপিএ পেতে হবে। তবে এলাকাভেদে জিপিএ আলাদা।

  • সিটি করপোরেশন এলাকার স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান ৫;

  • জেলা শহর এলাকার স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান ৫;

  • গ্রামীণ বা অনগ্রসর এলাকার স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান ৪.৮৩;

কত টাকা বৃত্তি পাওয়া যাবে

  • উচ্চমাধ্যমিক বা এইচএসসি পড়ার সময় প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ২ বছরে মোট ৬০ হাজার টাকা;

  • পাঠ্য উপকরণ কিনতে ২ হাজার ৫০০ টাকা এবং পোশাকের জন্য ১ হাজার টাকা করে বার্ষিক অনুদান;

    বৃত্তির জন্য মানতে হবে যে যে শর্ত

  • যেসব শিক্ষার্থী সরকারি বৃত্তি বা অন্য প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাচ্ছে, তারা আবেদন করতে পারবে না;

  • গ্রামীণ বা অনগ্রসর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তির ৯০ শতাংশ ও মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্রীদের দেওয়া হবে;

আবেদন যেভাবে

  • আগ্রহী শিক্ষার্থীরা লিংকে প্রবেশ করে দরকারি কাগজপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে;

দরকারি কাগজপত্র

  • পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি;

  • শিক্ষার্থীর মা-বাবার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি;

  • এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি;

  • আবেদন শুরু: ৩০ জুলাই আবেদন শুরু হয়েছে

  • আবেদন শেষ: ২৪ আগস্ট।

  • প্রাথমিকভাবে বাছাই করা শিক্ষার্থীদের তালিকা প্রকাশ: ৩০ আগস্ট;

  • ওয়েবসাইটের Primary Selection Letter ও নির্দেশিকার প্রিন্ট কপিসহ সব কাগজের সত্যতা যাচাইয়ে ডাচ্‌-বাংলা ব্যাংকের যেকোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার

  • তারিখ: ৩১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর। চূড়ান্ত ফল প্রকাশ: পত্রিকা ও ওয়েবসাইটে জানানো হবে;