বিশ্ববাজারে আবারো বাড়ছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারো বাড়ছে জ্বালানি তেলের দাম

সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। বর্তমানে তেলের দাম বিগত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে এ তথ্য জানা গেছে। গত সোমবার অক্টোবরে সরবরাহ হতে যাওয়া ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক শূন্য ২ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি হয় ৮৫ দশমিক ৪৩ ডলার।

অপরদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২২ ডলার বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ঠেকে ৮১ দশমিক ৮০ ডলারে। তবে সোমবারের পর গতকাল মঙ্গলবার দাম কিছুটা কমেছে। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অয়েল প্রাইস ডট কমের তথ্য বলছে, ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৯৮ ডলারে। ডব্লিউটিআই ক্রুডের দামও কিছুটা কমে শূন্য দশমিক ৪৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮১ দশমিক ৩৩ ডলারে।

রয়টার্স জানিয়েছে, সোমবার ব্রেন্ট ক্রুড এবং ডব্লিউটিআই উভয়ই বেঞ্চমার্কই চলতি বছরের এপ্রিলের শেষের দিকের তুলনায় সর্বোচ্চ স্তরে উঠে।

মূলত ওপেক এবং তার সহযোগী দেশগুলো জ্বালানি তেলের সরবরাহ কমানোর কারণে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের চাহিদা বেড়ে যাওয়া দামে প্রভাব ফেলেছে। কয়েক মাস ধরেই অপরিশোধিত তেলের দাম বাড়াতে তেল উৎপাদন কমাচ্ছে ওপেক। এর মধ্যে ওপকের সিদ্ধান্তের বাইরে সউদী আরব নিজে থেকেই দৈনিক ১ মিলিয়ন ব্যারেল তেল কম উৎপাদন করছে। যদিও আগস্ট পর্যন্ত তাদের তেলের উৎপাদন কম রাখার কথা ছিল, তবে ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্তের মেয়াদ আগামী সেপ্টেম্বর পর্যন্ত বাড়াতে চায় দেশটি। গত সোমবার রয়টার্সের এক জরিপে বলা হয়েছে, জুলাইয়ে দেশটি দৈনিক ৮ লাখ ৬০ হাজার ব্যারেল পর্যন্ত উৎপাদন কমিয়েছে। যেখানে ওপেকের সামগ্রিক উৎপাদন ৮ লাখ ৪০ হাজার ব্যারেল পর্যন্ত কমেছে।