এডিস মশা ঠেকাতে ঢাকায় ‘বিটিআই’ প্রয়োগ শুরু আজ

এডিস মশা ঠেকাতে ঢাকায় ‘বিটিআই’ প্রয়োগ শুরু আজ

প্রতীকী ছবি

এডিস মশার প্রকোপ কমাতে এবার মশা নিয়ন্ত্রণে নগরে ‘বিটিআই’ প্রয়োগ করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার রাজধানীতে প্রথমবারের মতো এই ব্যাক্টেরিয়া প্রয়োগ করা হবে।

গুলশান ২ নম্বর গোলচত্বর সংলগ্ন ডিএনসিসি নগর ভবন প্রাঙ্গণে মশক নিয়ন্ত্রণ এই কার্যক্রমের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ।

এ উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রা ও ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময়সভা হবে।

সূত্র জানিয়েছে, মশক নিয়ন্ত্রণে যে ব্যাক্টেরিয়াটি ব্যবহার করা হবে তার নাম ‘বাসিলাস টুরিংজেনেসিস ইসরাইলেনসিস’, যা সংক্ষেপে ‘বিটিআই’ নামে পরিচিত। সিঙ্গাপুর থেকে চার টন বিটিআই আমদানি করা হয়েছে। এরই মধ্যে দুই দিনের পরীক্ষামূলক ব্যবহার করা হয়েছে।

আমদানি করা বিটিআই গত ৩০ জুলাই ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌঁছে।