৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

ফাইল ছবি

রাশিয়ার কালুগা অঞ্চলে ইউক্রেনের ছোড়া ৭টি চালকবিহীন ড্রোন ভূপাতিত করেছে মস্কো। বৃহস্পতিবার ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম মস্কো টাইমস। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বুধবার রাতে ইউক্রেনের ছোড়া ছয়টি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরে কালুগার গভর্নর ভ্লাদিসলাভ সাপসা জানান, আরও একটি ড্রোন শনাক্ত ও ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেনের এই হামলাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে রুশ কর্তৃপক্ষ বলেছে, বহুল আলোচিত পাল্টা হামলায় সুবিধা করতে না পেরে সন্ত্রাসী হামলা চালচ্ছে কিয়েভ।

এর আগে মস্কোতে তিন দফা ড্রোন হামলা চালায় ইউক্রেন। যদিও রুশ ভূখণ্ডে হামলার স্বীকার করে না কিয়েভ।

তবে মস্কোতে দ্বিতীয় দফা হামলার পর ইউক্রেন প্রেসেডেন্টের উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক বলেন, একটি পূর্ণমাত্রার যুদ্ধের সঙ্গে অভ্যস্থ হয়ে উঠছে মস্কো। ভবিষ্যতে এমন আরও চালকবিহীন ড্রোন মস্কোর আকাশে দেখা যাবে বলে মন্তব্য করেন তিনি।