আইএস প্রধান নিহত, নতুন নেতার নাম ঘোষণা

আইএস প্রধান নিহত, নতুন নেতার নাম ঘোষণা

সংগৃহীত

মধ্যপ্রাচ্যভিত্তিক উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু আল হুসেন আল হুসেইনি আল কুরেশি নিহত হয়েছেন। তার উত্তরসূরী হিসেবে আবু হাফস আল হাশিমি আল কুরেশিকে নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার প্রধানের মৃত্যুর খবরটি নিশ্চিত করে দলটি। এর পরপরই নতুন নেতার নাম ঘোষণা করে দলটি।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিরিয়ায় এক সংঘর্ষে আল কুরেশি নিহত হয়েছেন। তবে কবে নিহত হয়েছেন, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

আইএসের এক মুখপাত্র বলেছেন, আবু হাফস আল হাশিমি আল কুরেশি আইএসের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি সংগঠনটির পঞ্চম নেতা।

উল্লেখ্য, গত এপ্রিলের শেষের দিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান ঘোষণা করেন, সিরিয়ায় তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির অভিযানে সন্দেহভাজন আইএস নেতা নিহত হয়েছেন।

ওই সময় এরদোয়ান বলেছিলেন, ‘সিরিয়ায় এমআইটির অভিযানে আইএসের সন্দেহভাজন নেতা নিহত হয়েছেন। তার সাংকেতিক নাম আবু হুসেন আল-কুরেশি।’

সূত্র : এএফপি ও অন্যান্য