থাইল্যান্ডে পিকআপে ট্রেনের ধাক্কা; নিহত ৮, আহত ৪

থাইল্যান্ডে পিকআপে ট্রেনের ধাক্কা; নিহত ৮, আহত ৪

সংগৃহীত

থাইল্যান্ডে একটি পিকআপে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ৮ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ২টা ২০ মিনিটের দিকে ব্যাংককের পূর্বে চাচোয়েংসাও প্রদেশের একটি অননুমোদিত ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, ট্রেনচালক ক্রসিংয়ের কাছে যাওয়ার সময় সতর্কতামূলক হর্ন বাজিয়েছিলেন, কিন্তু মাছ পরিবহনকারী পিকআপটিকে আঘাত করার আগে ট্রেন থামাতে পারেননি।

এতে আরও বলা হয়, ট্রেনচালক তিনবার অ্যালার্ম বাজিয়ে প্রোটোকল অনুসরণ করেছিলেন, কিন্তু পিকআপটি কাছাকাছি থাকার কারণে চালকের পক্ষে সময়মতো ট্রেন থামানো কঠিন হয়ে পড়েছিল।

দুর্ঘটনার আগ মুহূর্তে পিকআপ থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যাওয়া ২০ বছর বয়সী এক যুবক বলেন, চালক ভেবেছিলেন ক্রসিং পার হয়ে যেতে পারবেন। কিন্তু হঠাৎ দেখেন ট্রেনটি চলে এসেছে।

সূত্র : এনডিটিভি