ক্রিকেটকে বিদায় জানালেন রুমানা

ক্রিকেটকে বিদায় জানালেন রুমানা

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রহস্য সৃষ্টি করলেন নারী জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার রুমানা আহমেদ। গতকাল শনিবার রাতে রুমানা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন ‘নো মোর ক্রিকেট’। এ নিয়ে চর্চা শুরু হয়েছে তিনি বিদায় বলেছেন?  

৫০টি ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলা রুমানার শেষ আন্তর্জাতিক ম্যাচ গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচের পর এপ্রিলে শ্রীলংকা সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি।  

সম্প্রতি ভারতের বিপক্ষে ঘরের মাঠে দারুণ সাফল্যের অংশীদারও হতে পারেননি রুমানা। শেষ পর্যন্ত ক্রিকেট থেকে একেবারে বিদায় নিলেন। লিখলেন 'আর ক্রিকেট নয়'।

২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক রুমানার। পরের বছর খেলেন টি-টোয়েন্টি। ওয়ানডেতে ৯৬৩ ও টি-টোয়েন্টিতে ৮৫৪ রান করেছেন। আর বল হাতে একদিনের ক্রিকেটে ৫০ ও কুড়ি ওভারে ৭৫ উইকেট পান।