১৬ দিনেই শত কোটি ডলারের মাইলফলকে ‘বার্বি’

১৬ দিনেই শত কোটি ডলারের মাইলফলকে ‘বার্বি’

সংগৃহীত

মুক্তির তৃতীয় সপ্তাহের শুরুতেই শত কোটি ডলার (১.০৩ বিলিয়ন) আয় করার মাইলফলক ছুঁয়েছে হলিউডের সিনেমা ‘বার্বি’। মুক্তির পরই ‘বার্বি’ বিশ্বজুড়ে ঝড় তোলে। 

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়ার্নার ব্রোসের’ পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব বক্স অফিসে এক বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়ে তরতর করে ছুটছে বার্বি।

সিনেমাটি পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ। অভিনয় করেছেন মার্গট রবি ও রায়ান গসলিং। 

এক বিলিয়নের মাইলফলক ছুঁয়ে ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে ‘বার্বি’। আয়ের দিক থেকে এ বছর প্রথম স্থানে রয়েছে ‘দ্য সুপার মারিও ব্রোস’ চলচ্চিত্রটি।

‘বার্বি’ মুক্তির পর থেকে এ পর্যন্ত প্রায় ৫৪ মিলিয়ন আয় করেছে।

সূত্র: সিএনএন