কিশোরগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ১২ ঘণ্টা পর চলাচল শুরু

কিশোরগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ১২ ঘণ্টা পর চলাচল শুরু

ছবিঃ সংগৃহীত।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ১২ ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল রোববার (৬ আগস্ট) দিবাগত রাত ২টা ২০ মিনিটে রেললাইন ট্রেন চলাচলের উপযোগী হলে আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছাড়তে শুরু করে।

দুর্ঘটনার কারণ জানতে বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে ঢাকা বিভাগীয় সংকেত ও তারযোগাযোগ প্রকৌশলী সৌমিত শাওন কবিরকে। কমিটির সদস্যরা দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান। তদন্ত শেষে আজ সোমবার ভোরে তাঁরা ঘটনাস্থল থেকে ফেরেন।