পানির নিচে চট্টগ্রামের ২৭ হাজার হেক্টর জমির ফসল

পানির নিচে চট্টগ্রামের ২৭ হাজার হেক্টর জমির ফসল

সংগৃহীত

টানা ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামে প্রাথমিকভাবে ১৩৫ কোটি ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একইসঙ্গে প্রায় ২৭ হাজার হেক্টর জমির ফসল পানির নিচে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেন।

তথ্যমতে, গত এক সপ্তাহে চট্টগ্রামে ৬৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা বিগত ৩০ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি। অতি বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে পাহাড়ি ঢল। এতে ধসে পড়েছে শত শত ঘরবাড়ি। মারা গেছেন অন্তত ১৫ জন মানুষ।

নিহতদের মধ্যে সাতকানিয়ায় ছয়জন, লোহাগাড়ায় চারজন, চন্দনাইশে দুইজন মারা গেছেন। এছাড়া রাউজান, বাঁশখালী ও মহানগরীতে একজন করে মারা গেছেন।

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল্লাহ মজুমদার বলেন, জেলার সন্দ্বীপ ছাড়া বাকি ১৪ উপজেলায় কমবেশি বন্যা দেখা দিয়েছে। পানিবন্দি মানুষের জন্য শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে।