ভোর থেকেই বৃষ্টি ;ভোগান্তিতে অফিসগামীরা

ভোর থেকেই বৃষ্টি ;ভোগান্তিতে অফিসগামীরা

সংগৃহীত

রজাধানীতে বৃষ্টিতে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলযট। ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। বুধবার (১৬ আগস্ট) পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শুরু হয় বৃষ্টি। শুরুতে হালকা হলেও, পরে ভারী বৃষ্টি হয়। রবিবার (১৩ আগস্ট) সকালেও বর্ষণ থামেনি। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় ভোরেই বেরিয়ে পড়েন অনেক কর্মজীবী। তবে একদিকে বৃষ্টি অন্যদিকে জলাবদ্ধতা- সবমিলিয়ে ভোগান্তিতে পড়তে হয় তাদের। 

সকাল সাতটার পর রাজধানীর সড়কে গণপরিবহন কম দেখা গেছে। তাই বৃষ্টিতে ভিজে গাড়ির অপেক্ষায় কর্মস্থলগামী মানুষদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বিভিন্ন বাস স্টপেজে। বৃষ্টির কারণে রিকশাচালকরা বেশি ভাড়া আদায় করছেন বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। 

এদিকে বৃষ্টিতে বাড্ডা, ধানমন্ডি, বেগুনবাড়ি, মধুবাগসহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলজট। কোথাও কোথাও হাঁটু পানিতে তলিয়ে যায় সড়ক। হঠাৎ এমন জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন নগরবাসী।