জামিন নামঞ্জুর করে রাজশাহীর বিএনপি নেতা মিলন আবারও কারাগারে

জামিন নামঞ্জুর করে রাজশাহীর বিএনপি নেতা মিলন আবারও কারাগারে

ছবিঃ সংগৃহীত।

রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দলটির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এরপর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 

রোববার (১৩ আগস্ট) সকালে শফিকুল হক মিলনকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ তোলা হয়। 

গত ২৭ জুলাই বিএনপির সমাবেশে যোগ দিতে ঢাকায় গিয়ে গ্রেপ্তার হন মিলন। ৬ আগস্ট তিনি জামিন পেলেও কারাফটক থেকে আবারও গ্রেপ্তার করা হয় তাকে। চলতি বছরের মে মাসে রাজশাহীর বোয়ালিয়া থানায় দায়ের হওয়া দুটি মামলায় মিলনকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এ দুটি মামলাতেই হাজিরা দিতে তাকে রোববার (১৩ আগস্ট) ঢাকা থেকে রাজশাহী আনা হয়।

মিলনের আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, বোয়ালিয়া থানার দুটি রাজনৈতিক মামলায় মিলনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় আদালতে তোলা হলে তার জামিনের আবেদন করা হয়। আদালত জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছেন।