বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে বিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে জলাশয় সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. বাবু মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাবু মিয়া উপজেলার কুসুম্বী ইউনিয়নের আলতাদীঘি বোর্ডের হাট নতুনপাড়া গ্রামের আলাউদ্দিন ওরফে আলার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান,  রবিবার সন্ধ্যার দিকে বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে মাছ ধরার জন্য গ্রামের ওই জলাশয়টি সেচ দিচ্ছিলেন বাবু মিয়া। একপর্যায়ে সেচ পাম্পটি বিকল হয়ে পড়ে। সেটি মেরামত করার জন্য জলাশয়ে নামেন। এসময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়া শজিমেকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবু মিয়া মারা যান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে