যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করলো আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ যশোর

যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করলো  আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ যশোর

যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করলো আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ যশোর

কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শোক র‌্যালী, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ, যশোর।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৮টায় দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত করেন কলেজ কর্তৃপক্ষ। এরপর মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাসে শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে ক্যাম্পাসের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির, অধ্যক্ষ, অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন, উপাধ্যক্ষ ডা. সনজয় সাহা ও হাসপাতালের পরিচালক ডা. মো: সিরাজুল ইসলামসহ অন্যান্যরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ফিরোজা বেগম প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।দিবসটি উপলক্ষ্যে মেডিকেল কলেজের ডিজিটাল লেকচার থিয়েটারে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনারস এ্যাসোসিয়েশন (বিপিএমপিএ)’র যশোর জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্লা।সভাপতিত্ব করেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন।বিশেষ অতিথির বক্তৃতা করেন মেডিকেল কলেজের উপদেষ্টা বিশিষ্ট নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সনজয় সাহা, ডা. মীর মুয়ীদুল ইসলাম, আদ্-দ্বীন উইমেন্স ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির অধ্যক্ষ ডা. মো: মশিউর রহমান, আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ফিরোজ বেগম, এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আফরোজা সুলতানা, বায়োকেমেস্ট্রি বিভাগের লেকচারার ডা. সুমাইয়া আফরিন ও চতুর্থ বর্ষের ছাত্রী আফিফা মাকসুরাহ।

আলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, হাসপাতালের চিকিৎসক, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন বর্ষের ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।