বরিশালে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০১০

বরিশালে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০১০

ছবিঃ সংগৃহীত।

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সখিনা (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২৭৩ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানবিদ এসএম আহসান কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৩ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, বরিশাল জেনারেল হাসপাতালে ৩০ জন, পিরোজপুর জেলায় ৫৩ জন, বরগুনায় ৯ জন, ভোলায় ৩৫ জন, পটুয়াখালী সদর হাসপাতালে ২৯ জন ও ঝালকাঠি হাসপাতালে ১১ জন চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এসব হাসপাতালে ৯ হাজার ৯৪৭ জন রোগী ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৯১৩ জন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, বিভাগের সকল সরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া আছে যেন ডেঙ্গু রোগীদের গুরুত্ব দিয়ে দেখা হয়। তবে ডেঙ্গু নিরোধে সচেতনতাই প্রধান কাজ। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

প্রসঙ্গত, সোমবার (১৪ আগস্ট) বিভাগে ৩০১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন। আর মারা গেছেন চারজন।