আন্তর্জাতিক বাজারে গমের দাম আরও কমেছে

আন্তর্জাতিক বাজারে গমের দাম আরও কমেছে

সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে গমের দাম আরও এক দফা কমে আড়াই মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) খাদ্যপণ্যটির দর আরেক দফা হ্রাস পেয়েছে। পণ্যটির বাম্পার ফলন হয়েছে। ফলে এদিন গমের মূল্য আরও নিম্নমুখী হয়েছে। এ নিয়ে টানা চার কর্মদিবসে ভোগ্যপণ্যটির দরপতন ঘটল। গমের দাম ১ শতাংশ কমে মূল্য স্থির হয়েছে ৫ ডলার ৯১ সেন্টে। যা ৩১ মে’র পর সবচেয়ে কম।

প্রতিবেদনে আরও বলা হয়, এবার উত্তর গোলার্ধে গমের উৎপাদন বেড়েছে। ফলে খাদ্যশস্যটির বাজার চাপে পড়েছে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কৃষ্ণসাগর বন্দর দিয়ে খাদ্যপণ্য রপ্তানি কমতে পারে। গত মাসে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রপ্তানি চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে রাশিয়া। এতে বিশ্ববাজারে সরবরাহ ব্যহত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। তবে জাতিসংঘ ও তুরস্ক রুশদের চুক্তিতে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। রুশদের চুক্তিতে ফেরানো গেলে খাদ্যপণ্যের বৈশ্বিক মূল্য আরও কমবে। 

সূত্র:রয়টার্স