প্রায় ১১ মাস পর ফিরেই বুমরাহর বাজিমাত

প্রায় ১১ মাস পর ফিরেই বুমরাহর বাজিমাত

জস্প্রীত বুমরাহ

ভারতীয় জাতীয় দলের বোলিং ইউনিটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জস্প্রীত বুমরাহ। ইনজুরির কারণে দীর্ঘ প্রায় ১১ মাস ছিলেন মাঠের বাইরে। তবে ৩২৭ দিন পর মাঠে ফিরেই বাজিমাত করেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তাঁর অধিনায়কত্বে খেলতে নামা ভারত কাল জিতেছে ভারত আর ম্যাচসেরা হয়েছেন বুমরাহ নিজেই। 

চোট কাটিয়ে গতকালই প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন বুমরাহ। আয়ারল্যান্ডের বিপক্ষে এ টি-টোয়েন্টি দিয়েই গতকাল সংক্ষিপ্ত ফরম্যাটের খেলায় অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে তাঁর। এমন ম্যাচে কাল সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। প্রথম ওভারে বল করতে এসেই তুলে নিয়েছেন ২ উইকেট।

গতকালের ম্যাচে বল হাতে প্রথম ওভারেই দুর্দান্ত শুরু এনে দেয়ার পর নিজের বাকি ৩ ওভারে আর কোনও উইকেট পাননি বুমরাহ। তবেছিলেন বেশ মিতব্যয়ী, চার ওভারে দিয়েছেন ২৪ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।

তবে কার্টিস ক্যাম্ফারের ৩৩ বলে ৩৯ এবং ব্যারি ম্যাককার্থির ৩৩ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংসে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৯ রানের সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড।

এদিকে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরটা ভালোই করেছিল ভারত। যশ্বসী জয়সোয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়ের উদ্বোধনী জুটিতে ৪৬ রানের সংগ্রহ পায় তারা। এরপর জয়সোয়াল ব্যক্তিগত ২৪ রানের ফেরার পর তিলক ভার্মাও সাজঘরে ফিরেন ১ বলে শূন্য রান করেই।

এরপর পরই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। পরে খেলা আর মাঠে না গড়ানোয় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ রানের জয় পায় ভারত। আর বল হাতে মাঠে ফিরেই দুর্দান্ত পারফর্ম্যান্সে ম্যাচসেরা হন অধিনায়ক বুমরাহ।