পাকিস্তানে বোমা হামলায় ১১ শ্রমিক নিহত

পাকিস্তানে বোমা হামলায় ১১ শ্রমিক নিহত

সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে বোমা হামলায় অন্তত ১১ শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার (২০ আগস্ট) উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় এ জঙ্গি হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার। খবর আলজাজিরা।

উত্তর ওয়াজিরিস্তান রাজধানী ইসলামাবাদ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং আফগানিস্তান সীমান্তে অবস্থিত।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা বলছেন, এসব শ্রমিক আফগান সীমান্তের কাছে ওয়াজিরিস্তান জেলার নির্মাণাধীন একটি সেনা ফাঁড়িতে কাজ করেন। রোববার তাদের ট্রাকে করে সেখানে নেওয়ার সময় আগে থেকে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ হলে তাদের মৃত্যু হয়।

উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রেহান খাত্তাক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এই শ্রমিকরা নির্মাণাধীন একটি সেনা ফাঁড়িতে কাজ করেন। তাদের বহন করা ট্রাকের নিচে বোমা বিস্ফোরণ হলে তারা নিহত হন।

তবে তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কোনো জঙ্গগোষ্ঠী দায় স্বীকার করেনি বলে জানিয়েছে আলজাজিরা।

গত বছর পাকিস্তানি তালেবান টিটিপির সঙ্গে যুদ্ধবিরতি থেকে সরে আসে দেশটির সরকার। এরপর থেকে দেশটিতে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটে চলেছে। টিটিপির পাশাপাশি এসব হামলার দায় মাঝে মাঝে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসও স্বীকার করে।