সীতাকুণ্ডে আড়াই লক্ষ টাকার কারেন্ট জাল ধংস করলো কোস্ট গার্ড

সীতাকুণ্ডে আড়াই লক্ষ টাকার কারেন্ট জাল ধংস করলো কোস্ট গার্ড

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের সীতাকুণ্ড সাগর উপকূল থেকে আড়াই লক্ষ টাকার অবৈধ জাল উদ্ধার করার পর ধংস করেছে মৎস্য বিভাগ।

রবিবার (২০ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা উপজেলার কুমিরা ঘাট, সলিমপুর ঘাট, সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালিয়ে ১ লক্ষ ১০ হাজার মিটার জাল ধংস করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী।

অভিযানকালে আরো উপস্থিত ছিলেন কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মোসলেহ উদ্দিন ও এনুমেরেটরস রুবেল। এদিকে মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী জানিয়েছেন, উপজেলার বিভিন্ন স্থানে অবাদে কারেন্ট জাল ও চরঘেরা জাল ব্যবহার করছে।

এমন সংবাদ শুনে তিনি কোষ্টগার্ডের সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে সাগর উপকূলে অভিযান পরিচালনা করে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১ লক্ষ মিটার চরঘেরা জাল উদ্ধার করা হয়।

পরে স্থানীয়দের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধংস করা হয়। যার আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা।