কুতুবদিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় পাঁচ ফার্মেসিকে জরিমানা

কুতুবদিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় পাঁচ ফার্মেসিকে জরিমানা

সংগৃহীত

কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হযেেছ। সোমবার বিকেলে মেডিকেল গেটের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসময় সঙ্গে ছিলেন কক্সবাজার জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মুনমুন ফার্মেসিকে ১০ হাজার টাকা, আশ-শেফা মেডিকেল ফার্মেসিকে ৫ হাজার টাকা, বেলাল ফার্মেসিকে ৫ হাজার টাকা, এমরান ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং জহির ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হযেেছ।

ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অভিযানে কুতুবদিয়া থানার একদল পুলিশ সহযোগিতা করেন।