নাটোরে চার কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার

নাটোরে চার কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার

নাটোরে চার কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার

নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে পাথর বোঝাই একটি ট্রাক থেকে চার কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদকবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাটোর পুলিশ লাইন্সে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এ তথ্য জানান।
আটক দুইজন হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ জেলার সাহেবপাড়া এলাকার মোঃ আব্দুস সাত্তারের ছেলে ট্রাক ড্রাইভার মোঃ সাগর আলী (২১) এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ব্রাহ্মনগাঁও এলাকার মো. সেলিমের ছেলে হেলপার সালাহ উদ্দিন (২১)। 

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩ টার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস মোড়ে চেকপোষ্ট পরিচালনাকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই  ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ড্যাশ বোর্ডের ভিতর সাদা পলিথিনে মোড়ানো ৯টি প্যাকেটের ভিতর প্রায় চার কোটি টাকা মূল্যের তিন কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা। এসময় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করে পুলিশ।এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান নাটোর থানার ওসি নাছিম আহম্মেদ।

সূত্র : বাসস