বিএনপির কালো পতাকা মিছিল চলছে

বিএনপির কালো পতাকা মিছিল চলছে

সংগৃহীত

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল চলছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটে ফকিরাপুল মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি রাজধানীর দয়াগঞ্জ মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই কালো পতাকা মিছিলে যুবদল, ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে কালো পতাকা ও বিএনপির দলীয় পতাকা দেখা যায়। মিছিল থেকে সরকারের পদত্যাগসহ খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

এর আগে, মিছিলপূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

অন্যদিকে রাজধানীর শ্যামলীতে কালো পতাকা মিছিল করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সেখানেও হাজারও নেতাকর্মী অংশ নিয়েছে। মিছিলটি শ্যামলী রিং রোড থেকে শুরু হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।