বাংলাদেশে শাহরুখের ‘জওয়ান’ মুক্তির দাবি

বাংলাদেশে শাহরুখের ‘জওয়ান’ মুক্তির দাবি

ছবিঃ সংগৃহীত।

চলতি বছরের শুরুতে ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলেন বলিউড বাদশা শাহরুখ খান। ছবিটি বিশ্বব্যাপী হাজার কোটি রুপির বেশি ব্যবসা করে। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশেও মুক্তি পেয়েছিল ছবিটি। তবে সেটা তিন মাস পর।

এবার আর দেরি নয়, ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি দিতে হবে কিং খানের সিনেমা ‘জওয়ান’। সম্প্রতি এমন দাবিই তুলেছেন বাংলাদেশি শাহরুখ ভক্তরা।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের বাংলাদেশি ফ্যান কমিনিউটি ‘বাংলাদেশ ইজ ওয়েটিং ফর জওয়ান’ এবং ‘উই ওয়ান্ট জওয়ান টু রিলিজ ইন বাংলাদেশ’ ব্যানার হাতে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। ভারতের সঙ্গে একই দিনে ‘জওয়ান’ মুক্তির দাবি জানান তারা।

শাহরুখ ভক্তরা জানান, ‘পাঠান’ মুক্তির কয়েকমাস পরে বাংলাদেশে এসেছে। এখন তো আর নিয়মকানুনের বেড়ি নেই, তাই আমরা চাই ‘জওয়ান’ একযোগে বাংলাদেশেও মুক্তি দেয়া হোক।

সায়েম চৌধুরী নামে এক শাহরুখ ভক্ত বলেন, “এসআরকে ইউনিভার্সে বিশ্বে ৫১টি শাখা আছে, বাংলাদেশে তিনি যুক্ত আছেন। ‘জওয়ান’ বাংলাদেশ আসবে তাই প্রমোশন হিসেবে আমরা এখানে এসেছি। ফ্যানদের দায়িত্ব আছে প্রমোশন করার তাই এসেছি।”

শুধু দাবি করেই ক্ষান্ত নন ভক্তরা। সম্প্রতি রাজধানীর হাতিরঝিলে ছবিটির প্রচারণা করতে দেখা যায় কতিপয় শাহরুখ ভক্তকে। সিএনজির পেছনে পোস্টার লাগিয়ে প্রচারণা চালান তারা।

 

‘পাঠান’ বাংলাদেশে পরিবেশনা করেছিল অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন। জানান, বাংলাদেশে যথাসময়ে ‘জওয়ান’ মুক্তি দিতে চেষ্টা চালাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘জওয়ান’। এতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারাকে। অতিথি চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন। এছাড়া অন্যান্য চরিত্রে আরও আছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগি বাবু প্রমুখ। অ্যাটলি কুমারের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।