ঝিনাইদহে নকল ওষুধ ও কসমেটিক্স সামগ্রীসহ আটক ১

ঝিনাইদহে নকল ওষুধ ও কসমেটিক্স সামগ্রীসহ আটক ১

ছবিঃ সংগৃহীত।

ঝিনাইদহ শহরের একটি নকল ওষুধ তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ ও কসমেটিক্স সামগ্রীসহ আমজাদ হোসেন (৬৫) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে উপ-শহর পাড়ায় গোয়েন্দা পুলিশের এবকটি দল এ অভিযান পরিচালনা করে। আটক আমজাদ হোসেন ওই এলাকারই মৃত কলম আলীর ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, দীর্ঘদিন যাবৎ জেলা শহরের উপশহর পাড়ার একটি বাড়িতে কারখানা হিসাবে ব্যবহার করে সেখানে নকল ওষুধ ও কসমেটিক্স সামগ্রী তৈরি করা হচ্ছিল। সেখানে বিভিন্ন প্রকার লেভেল লাগিয়ে তা বাজারে বিক্রি করে জনগনের সাথে প্রতারনা করছে বলে অভিযোগ পাওয়া যায়।

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেসময় ওই স্থান থেকে নকল জার্মানী চুলকানীর লোশন, ইদুর মারার ওষুধ, পটাশ, ব্লিচিং পাউডার, সুরমা, গোলাপ জ্বলসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। এসময় নকল পন্য তৈরির দায়ে কারখানা মালিক আমজাদ হোসেনকেও আটক করা হয়।