সুগন্ধায় তেলবাহী জাহাজের ধাক্কায় ট্রলারডুবি, হাসপাতালে ৬

সুগন্ধায় তেলবাহী জাহাজের ধাক্কায় ট্রলারডুবি, হাসপাতালে ৬

সংগৃহীত

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চঘাট এলাকায় তেলবাহী জাহাজের ধাক্কায় মাটিকাটার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ছয় শ্রমিক আহত হয়েছেন।

রোববার (২৭ আগস্ট) ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকায় এ ঘটনায় ঘটে।

আহত শ্রমিকরা হলেন, নোয়াখালীর হাতিয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেল (২৪)। বরগুনার তালতলী উপজেলার আব্দুর রহিম মোল্লার ছেলে মো. হাসান মোল্লা (২৭), তৈয়ব আলী জোমাদ্দারের ছেলে নিজাম জোমাদ্দার (৪০), আব্দুর রাজ্জাকের ছেলে মাসুম (২৫), মানিক হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫) ও মোসলেম মালের ছেলে মো. জাকির মাল (৪৫)।

ওসি নাসির উদ্দীন সরকার জানান, শনিবার রাতে ট্রলারটি মাটিবোঝাই করে একটি ব্রিক ফিল্ডে নিয়ে যাচ্ছিল। পরে ট্রলারের ইঞ্জিনে সমস্যা দেখা দিলে শ্রমিকরা ঠিক করছিল। এ সময় পেছন থেকে একটি তেলবাহী জাহাজে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায় ও ছয় শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।