খুলনায় স্কুল থেকে হাত-মুখ বাঁধা শিশু উদ্ধার

খুলনায় স্কুল থেকে হাত-মুখ বাঁধা শিশু উদ্ধার

সংগৃহীত

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে হাত-পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় এক শিশুকে উদ্ধার করা হয়েছে। তার নাম আরাফাত হোসেন (১২)।

গতকাল রোববার বিকেলে স্কুলের বাথরুমের ট্যাংকির পাশ থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সে একই ইউনিয়নের ভান্ডারপোল গ্রামের মোঃ আক্তার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার ছাত্র। সর্বশেষ তার জ্ঞান ফেরেনি। এ ঘটনায় থানা পুলিশ কাউকে আটক করতে পারেনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গড় আমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বাথরুমের ট্যাংকির পাশে অচেতন অবস্থায় সাদা কাপড় দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শিশুটিকে দেখতে পায় স্থানীয়রা। তাকে উদ্ধারের পর চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইমদাত হোসেন বলনে, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির এখনো অচেতন রয়েছে। জ্ঞান ফিরলে তার কাছ থেকে বিষয়টির বিস্তারিত জানা যেতে পারে।