জামালপুরে বিপৎসীমার ওপরে যমুনার পানি, তলিয়ে যাচ্ছে ফসল

জামালপুরে বিপৎসীমার ওপরে যমুনার পানি, তলিয়ে যাচ্ছে ফসল

সংগৃহীত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে সকল নদ-নদীর পানি বাড়ছে। ইতোমধ্যে যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (৩০ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ১৪ সেন্টিমিটার বেড়েছে। যা বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৬২ সেন্টিমিটার ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি ৩১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে কৃষকের নতুন শাক-সবজি, বীজতলা, সদ্য রোপিত রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে।

স্থানীয়রা জানান, দ্রুতগতিতে পানি বৃদ্ধির ফলে অভ্যন্তরের চরাঞ্চল প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে তলিয়ে যেতে শুরু করেছে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল।

নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সকল নদ-নদীর পানি বাড়ছে। তবে যমুনা নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।