নগদ অর্থের সরবরাহ নিশ্চিতে এমএফএস প্রোভাইডারদের নির্দেশ

নগদ অর্থের সরবরাহ নিশ্চিতে এমএফএস প্রোভাইডারদের নির্দেশ

ছবিঃ সংগ্রহীত

করোনাভাইরাস মোকাবিলায় ৫০ লাখ দরিদ্র পরিবারের জন্য নগদ আড়াই হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সেবা নিশ্চিতের জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম (এমএফএস) প্রোভাইডারদের নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

বিষয়টি অতি গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংক ও সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার/ডাক বিভাগের ব্যবস্থাপনা পরিচালক/মহাব্যবস্থাপক ও মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী সুবিধাভোগী দরিদ্র পরিবারগুলোর জাতীয় পরিচয় পত্র যাচাই করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট খোলার নির্দেশনা দেয়া হয় প্রজ্ঞাপনটিতে। পাশাপাশি নগদ সহায়তা বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।