সাইফার মামলায় জেলেই থাকতে হচ্ছে ইমরান খানকে

সাইফার মামলায় জেলেই থাকতে হচ্ছে ইমরান খানকে

সাইফার মামলায় জেলেই থাকতে হচ্ছে ইমরান খানকে

মঙ্গলবার জামিন পাওয়ার পরই অন্য এক মামলায় গ্রেফতার হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার এক বিশেষ আদালত নির্দেশ দিলো, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে সাবেক পাক প্রধানমন্ত্রীকে।

মঙ্গলবার তোষাখানায় মামলায় জামিন পেয়েছিলেন ইমরান। কিন্তু এরপরই সাইফার মামলায় গ্রেফতার করা হয় তাকে। অবশেষে বুধবার তাকে আদালতে তোলা হলে নির্দেশ দেয়া হয়, আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ইমরানকে থাকতে হবে জেল হেফাজতে।

কী এই সাইফার মামলা? প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেয়ার পেছনে আমেরিকার ষড়যন্ত্র রয়েছে, এই অভিযোগ ছিল ইমরানের। আর সেই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে তিনি একটি নথি প্রকাশ্যে আনেন। জনসভায় তা প্রদর্শনও করেন। তা নিয়েই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও ইমরানের দাবি, তিনি যা দেখিয়েছিলেন তা সাইফার অর্থাৎ গোপন খবরের সাংকেতিক রূপ নয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে তিন বছরের সাজা শুনিয়েছিল নিম্ন আদালত। সেই মামলায় আপাতত স্বস্তি পেলেও অন্য মামলার ফাঁসে জেল থেকে ছাড়া পাওয়া আর হলো না ইমরানের। সূত্র : সংবাদ প্রতিদিন