ময়মনসিংহ বিএনপির মৌন মিছিল

ময়মনসিংহ বিএনপির মৌন মিছিল

সংগৃহীত

গুম হওয়া নেতাদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে মৌন মিছিল করেছে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে অংশ নেন। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে বিএনপির তিন ইউনিট এ কর্মসূচি পালন করে। 

বুধবার দুপুর ১টায় নগরীর হরি কিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয় থেকে মৌন মিছিলটি শুরু হলে নতুন বাজার মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে বাধাপ্রাপ্ত স্থানেই সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করেন নেতৃবৃন্দ। 

এর আগে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনের সড়কে দিবসটি উপলক্ষ্যে সমাবেশ করে দলটির নেতারা। মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সমাবেশে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, একেএম মাহাবুবুল আলম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শুক্কুর মাহমুদ ববিসহ প্রমুখ।  

এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী রানা, এম.এ হান্নান খান, শামীম আজাদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, যুবদলের সহ-সাধারণ সম্পাদক সুজাদ্দৌল্লাহ সুজা, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ প্রমুখ।