কাস্টম থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েবের ঘটনায় মামলা

কাস্টম থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েবের ঘটনায় মামলা

ফাইল ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে স্বর্ণ হারানোর ঘটনায় মামলা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থানায় বাদী হয়ে মামলাটি করেন কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. এনায়েত কবির মামুন।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের নিজস্ব গুদাম থেকে স্বর্ণ হারানোর ঘটনায় একটি মামলা করা হয়েছে। মামলায় ৫৫ দশমিক ৫১ কেজি স্বর্ণ হারানোর কথা উল্লেখ করা হয়েছে।

এসআই মো. এনায়েত কবির আরও বলেন, মামলার আসামি অজ্ঞাত। এজাহারে কোনো সংখ্যা উল্লেখ করা নেই। ইতোমধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে, রোববার (৩ সেপ্টেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমের গুদাম থেকে স্বর্ণ হারানোর খবর বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। তবে এ বিষয়ে তখন কাস্টমের কোনো কর্মকর্তা মুখ খোলেননি।