জবিতে র‍্যাগিং করলেই বহিষ্কার

জবিতে র‍্যাগিং করলেই বহিষ্কার

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ প্রমাণিত হলেই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অভিযুক্তকে বহিষ্কার করা হবে।

বৃহস্পতিবার ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) মশিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট বা বিভাগ এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে র‍্যাগিংয়ের কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে ছাত্র-ছাত্রীরা অপদস্থ ও অত্যাচারের ভয়ে থাকে। র‍্যাগিং শৃঙ্খলাপরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ। কেউ র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বহিষ্কার বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, র‌্যাগিং করলেই স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের র‌্যাগিং না করার নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই বিষয়ে জানতে চাইলে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, গেল বছরে বেশ কিছু অভিযোগ পেলেও এবারে তা পাইনি। তবুও, প্রশাসনের সতর্কবার্তা অনুসরণ করেই আমরা বিজ্ঞপ্তি প্রদান করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমরা র‍্যাগিংমুক্ত করব।

উল্লেখ্য ৩ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়।