১০০ বছরের মধ্যে মরক্কোয় এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১০০ বছরের মধ্যে মরক্কোয় এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১০০ বছরের মধ্যে মরক্কোয় এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মরক্কোতে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ভূমিকম্পে কমপক্ষে ৬৩২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৩২৯ জন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে শক্তিশালী এ ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি।

শুক্রবারের এ ভূমিকম্পকে মরক্কোর ইতিহাসে ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্সের প্রধান।তিনি আরো জানান, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মরক্কোর চতুর্থ বৃহত্তম নগরী মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত এটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল এটলাস পর্বতমালার অনেক দূরের একটি এলাকায় হলেও ভূকম্পন অনুভূত হয়েছে সেখান থেকে ৩৫০ কিলোমিটার দূরে রাজধানী রাবাত ছাড়াও কাসাব্ল্যাংকা ও এসাউইরাতে।উৎপত্তিস্থলের কাছে পর্বত এলাকার সাধারণ ভবনগুলো হয়তো টিকে নেই এবং অনেক দূরের এলাকা হওয়ার কারণে ক্ষয়ক্ষতি নিরূপণে সময় লাগতে পারে বলে জানা গেছে।
সূত্র : আল জাজিরা