গাড়ি বিস্ফোরণে রুশ কর্মকর্তা নিহত

গাড়ি বিস্ফোরণে রুশ কর্মকর্তা নিহত

সংগৃহীত

আচমকা বিস্ফোরণে রাশিয়ান নিরাপত্তা কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্যদের একটি গাড়ি উড়ে গেছে বলে ইউক্রেনের সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। 

ইউক্রেনের দক্ষিণ খেরসন অঞ্চলে রাশিয়ার অধিকৃত ওলেস্কি শহরে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের একটি ভিডিও শেয়ার করে এই দাবি করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। 

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে রাশিয়ার ফেডেরাল সিকিউরিটি সার্ভিসের কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন রুশ সৈনিক। একজনের অবস্থা গুরুতর। 

ভিডিওতে দেখা যায়, একটা গাড়ি যাচ্ছে। আশপাশে কেউ নেই। এ সময় পাশে একটি সাইকেল দেখা যায়। আচমকা বিকট শব্দ। কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ হয়। 

ইউক্রেনের ইউরোপিয়ান এক্সপার্ট অ্যাসোসিয়েশনের রিসার্চ ডিরেক্টর মারিয়া আভদিভা জানান, পার্টিসাম ফোর্স এই বিস্ফোরণের নেপথ্যে থাকতে পারে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস।